• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাঙন হুমকিতে দৌলতদিয়া ফেরিঘাট

  সারাদেশ ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৪
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজীর পাড়ার ২ ও ৩নং ফেরিঘাট এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। ফলে ভাঙনের কারণে হুমকিতে রয়েছে দুটি ফেরিঘাট। সরেজমিন, বুধবার দুপুরে গিয়ে এ চিত্র দেখা যায়।

২নং ফেরিঘাটের ভাঙন এলাকার বাসিন্দা নাজমা বেগম বলেন, ২-৩ দিন ধরে পদ্মার প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে ভাঙন শুরু হয়েছে।

৩নং ফেরিঘাট এলাকার আক্কাছ আলী বলেন, যেভাবে নতুন করে ভাঙন শুরু হয়েছে তাতে আমাদের বাড়িঘর সব নদীতে চলে যাবে। নতুন করে ভাঙন শুরু হলে এ পর্যন্ত কোনো মেম্বার, চেয়ারম্যান খোঁজ নিতে আসেননি।

স্থানীয় ২নং ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, ২ ও ৩নং ফেরিঘাট এলাকার প্রায় ৩০০ মানুষ ভাঙন ঝুঁকিতে রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মেরিন আবদুস সাত্তার বলেন, প্রতিবছর সেপ্টেম্বর মাসে ফেরিঘাট এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়। এ ভাঙন ঠেকানো না গেলে ফেরিঘাট বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড