• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুকসুদপুরে ইউপি উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন জমা

  গোপালগঞ্জ প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪
মনোনয়ন জমা
মুকসুদপুরে ইউপি উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন জমা (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) তারা মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিভা মন্ডল এবং মিহীর কান্তি রায় (স্বতন্ত্র) ও শেফালী হালদার (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দীন দৈনিক অধিকারকে জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তিন জন প্রার্থী। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য রয়েছে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

আরও পড়ুন : ভাগ্নের হাতেই জীবন প্রদীপ নিভল মামীর

উল্লেখ্য, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল বৈরাগীর মৃত্যুতে এই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড