• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেরু এন্ড কোম্পানি বন্ধের প্রতিবাদে চুয়াডাঙ্গায় শ্রমিকদের বিক্ষোভ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪১
দর্শনা
বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন

রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানির শ্রমিকরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে। বুধবার সকালে কেরুজ কেইন কেরিয়ান প্রাঙ্গণে গেট মিটিংয়ের মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।

দর্শনা কেরু এন্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেরু এন্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ সবুজ প্রমুখ।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় ছাত্রলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে বন্ধ থাকা একসময় রাষ্ট্রয়াত্ত্ব চিনিকল গুলো চালু করে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন দেশের সুসময়ে চিনিকল বন্ধ করার পরিকল্পনা মেনে নেয়া যায়না। মিলগুলোতে অনেক শ্রমিক ও কর্মচারীর কর্ম করে তাদের সংসার চালিয়ে আসছে। শ্রমিক ও কর্মচারীর পেটে লাঠি না মেরে কি ভাবে মিল গুলো চালু রেখে প্রতিষ্ঠানকে লাভজনক করা যায় সে দিকে সৃষ্টি দেওয়ার আহবান জানিয়েছেন তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড