• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিনজনের কারাদণ্ড

  রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

২১ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৫
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, তিনজনের কারাদণ্ড (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৫ কিলোমিটারব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত তারাবো পৌরসভার বরপা ও মাসাবো এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নূসরাত জাহানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী বাঁধা প্রদান করেন। পরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাকালে বাঁধা প্রদান করায় নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ মাসাবো এলাকার শিমুল মিয়ার স্ত্রী শেফালী বেগম, একই এলাকার আব্দুর রহমানের ছেলে মীর হোসেন ও আব্দুর রশীদের ছেলে শামীম।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান দৈনিক অধিকারকে জানান, সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তিতাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে তারাবো পৌরসভার বরপা ও মাসাবো এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫ কিলোমিটারব্যাপী ৪টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ‘ভাই ভাই বিরিয়ানি হাউজকে’ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে বিকালে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস কর্তৃপক্ষ মাসাবো এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বাঁধা প্রদান করায় তিনজনকে যথাক্রমে ৬ মাস, ৪ মাস ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : স্বামীর বাড়ি ফেরার পথে শিশুপুত্রসহ লাশ হলো গৃহবধূ

অভিযানকালে তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক শাখার উপ-ব্যবস্থাপক বরুণ কুমার রায়, প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, সহকারী ব্যবস্থাপক সরোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী তানভীর হাসান, জহিরুল ইসলাম, খইয়ুম ব্যাপারি, ফারুক হোসেন, ওয়াদুদ মিয়া, হাফিজ, প্রদীপ বিশ্বাসসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড