• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বামীর বাড়ি ফেরার পথে শিশুপুত্রসহ লাশ হলো গৃহবধূ

  গোপালগঞ্জ প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪
জরুরি বিভাগ
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ (ছবি : দৈনিক অধিকার)

বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের চাপায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৮ মাসের শিশু সন্তানসহ এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে মিল্টন বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার ৮ মাস বয়সের শিশু সন্তান আলি কাজী।

আরও পড়ুন : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

দুর্ঘটনায় মা-ছেলে নিহতের সত্যতা স্বীকার করে কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ বিশ্বাস দৈনিক অধিকারকে জানান, নিহত গৃহবধূ তার শিশু সন্তানসহ একটি ভ্যানগাড়িতে করে বাবার বাড়ি ফুকরা এলাকা থেকে স্বামীর বাড়ি ফলসি এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে মিল্টন বাজার এলাকায় পেছন থেকে কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশু আলী নিহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত মীরা বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকেও মৃত ঘোষণা করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড