• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যমুনার পানি কমতে শুরু করেছে 

  সারাদেশ ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২০, ১১:১১
নদী তীরবর্তী ছয় উপজেলার বাড়ি-ঘরে পানি
নদী তীরবর্তী ছয় উপজেলার বাড়ি-ঘরে পানি (ছবি: সংগৃহীত)

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। গেলো ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার কমে আজ সকালে কাজিপুর পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে ও সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে যমুনা নদীর পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। নদী তীরবর্তী ছয়টি উপজেলার বাড়ি-ঘরে চার থেকে পাঁচ ফুট করে পানি রয়েছে। যার ফলে অধিকাংশ বন্যাকবলিত মানুষ আশ্রয়কেন্দ্র ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।

তবে চরাঞ্চলের অনেক স্থানে আশ্রয়কেন্দ্র না থাকায় বানভাসী মানুষকে বাড়িতে চৌকি উঁচু করে গবাদি পশুর সঙ্গে বসবাস করতে হচ্ছে। এসব এলাকায় বন্যাকবলিত মানুষ সুপেয় পানি, খাবার ও পয়নিষ্কাষণ সমস্যায় রয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে বন্যাকবলিত হাজার হাজার মানুষ।

গেলো ছয় দিন যাবত মানুষ নতুন করে বন্যাকবলিত হলেও জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বানভাসিদের পাশে দাঁড়াতে তেমন দেখা যায়নি।

এদিকে ভাঙনকবলিত সদর উপজেলার পাঁচ ঠাকুরী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড