• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে শতবর্ষী পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

  বরিশাল প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫
মানববন্ধন
বরিশালে শতবর্ষী পুকুর রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

বরিশাল নগরীর ভাটিখানা কাজীবাড়ি এলাকায় প্রায় শতবর্ষী পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ওই পুকুরপাড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এতে স্থানীয় জনপ্রতিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা ভরাটের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুকুরে ফেলা বালু তুলে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আল্টিমেটাম দিয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তৃতা করেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, সংস্কৃতজন শুভাকংর চক্রবর্তী, বাসদ নেত্রী ডা. মণীষা চক্রবর্তী, সাইদুর রহমান, কাজীবাড়ি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সেলিম মৃধাসহ স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন : পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, হাতকড়াসহ ধরা

উল্লেখ্য, নগরীর উত্তারাংশ ভাটিখানা কাজীবাড়ি মসজিদ সংলগ্ন প্রায় শতবর্ষী একটি পুকুরটি ভরাট করতে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বালু ফেলা শুরু করে মালিকপক্ষ। পুকুরটি বরিশাল নগরীর ঐতিহ্য এবং কয়েক হাজার পরিবারের উন্মুক্ত পানির একমাত্র উৎস। পুকুরটি রক্ষায় শুক্রবার থেকে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদও প্রকাশিত হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড