• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর বাড়িতে বখাটের হামলা

  গাইবান্ধা প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৭
থানা
গাইবান্ধা সদর থানা (ছবি : দৈনিক অধিকার)

গাইবান্ধার সদর উপজেলায় স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হলে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে রতন মিয়া (২৫) নামে এক বখাটে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ ধানঘড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বখাটে রতন মিয়া দক্ষিণ ধানঘড়া গ্রামের খোকা মিয়ার ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই বখাটেসহ তিনজনকে আসামি করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, বখাটে রতন মিয়া প্রায়ই ওই স্কুলছাত্রীর পথ রুদ্ধ করে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি রতনের অভিভাবককে একাধিকবার অবগত করলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। পরে মেয়ের বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। এতে রতন মিয়া ক্ষিপ্ত হয়ে সহযোগীদের সঙ্গে নিয়ে ওই স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালায়। ভাঙচুরেই ওই ঘটনায় তারা প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটে রতনসহ সংঘবদ্ধ সদস্যরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়দের অভিযোগ, রতন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক শালিস-বৈঠক করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন : গোপালগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

তবে অভিযোগের ব্যাপারে রতনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টিতে গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস দৈনিক অধিকারকে বলেন, ‘এ ঘটনায় আমি একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড