• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫
ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়েছেন আব্দুল আলী ওরফে আদু (৩৫) নামে এক ব্যক্তি।

শুক্রবার ভোররাত ৩টায় এ ঘটনা ঘটে বলে জানান আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু। আব্দুল আলী ওরফে আদু ওই ইউনিয়নের জুগিহার গ্রামের এজাবুল ইসলামের ছেলে।

তিনি জানান, বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া বিওপির মেইন পিলার ৩৮৩এর ২এস এর আয়রন ব্রিজের নিকট দিয়ে ৭/৮ জন বাংলাদেশী গরু চোরাকারবারি অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে ভারতের ১৭১ বিএসএফের সোনামতি ক্যাম্পের টহল দল তাদেরকে তাড়া দেয়। এ সময় বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ সময় বিএসএফ উল্টো তাদের ধাওয়া করলে নদীতে ঝাপ দেয় তারা। সকলে এপারে ফিরে আসলেও নিখোঁজ হয় আব্দুল আলী।

পরে শুক্রবার দুপুর আড়াইটায় ভারতের ৬০ গজ অভ্যন্তরে আয়রন ব্রিজ এর নিকট আব্দুল আলীর লাশ ভেসে উঠেছে বলে খবর পাওয়া গেলে আমরা বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে মরদেহ ফেরতের চেষ্টা করছি বলে জানান এই চেয়ারম্যান।

শুক্রবার রাত ৯টার সময় চেয়ারম্যান জানান, যেহেতু গুলি করে হত্যা করা হয়নি আব্দুর আলীকে। এ কারণে বিএসএফ লাশ ফেরত প্রদানে অস্বীকৃতি জানিয়েছে। আমরা ধারণা করছি লাশ নদীতে ভাসিয়ে দিবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড