• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুনামগঞ্জে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

  সুনামগঞ্জ প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮
লাশ
লাশ (প্রতীকী ছবি)

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গুমাই নদী থেকে হারুন শিকদার (৩৯) নামে এক নৌ শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টুকের বাজারের পাশের গুমাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হারুন শিকদার পিরোজপুর জেলার ইন্দুরখানি থানার কলারন গ্রামের আবুল শিকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, হারুন শিকদার বাল্কহেড ট্রলারের একজন শ্রমিক। তিনি ট্রলারে রান্নার কাজ করতেন। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) নেত্রকোণার দুর্গাপুর থেকে তাদের মালবাহী বাল্কহেডটিতে করে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। পরে কোনো এক সময় ধর্মপাশা উপজেলার হলদির হাওরে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

আরও পড়ুন : প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী, মুঠোফোনে বিয়ে, অতঃপর...

লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে মধ্যনগর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন দৈনিক অধিকারকে বলেন, বুধবার সন্ধ্যায় মধ্যনগরের টুকের বাজারের পাশের গুমাই নদীতে একটি লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয়া মধ্যনগর থানা পুলিশকে জানায়। একপর্যায়ে খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ রাত সাড়ে ৯টার দিকে হারুন শিকদারের লাশ উদ্ধার করেন। পরে স্বজনেরা লাশটি হারুন শিকদারের বলে শনাক্ত করে। সর্বশেষ ময়না তদন্তের জন্য নিহতের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড