• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মামলার হাজিরা দিতে গিয়ে এজলাসেই লাশ হলেন যুবদল নেতা

  ফরিদপুর প্রতিনিধি

১৬ সেপ্টেম্বর ২০২০, ২২:২০
এজলাস
মামলার হাজিরা দিতে গিয়ে এজলাসেই লাশ হলেন যুবদল নেতা (প্রতীকী ছবি)

মামলার আসামি হয়ে ফরিদপুরের একটি আদালত হাজিরা দিতে এসে এজলাস কক্ষেই এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবদল নেতার নাম জিহাদ আলী মুন্সি (৪৪)। তিনি নগরকান্দা উপজেলার চরযশোরহরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামের সমেদ মুন্সির ছেলে। জিহাদ উপজেলা যুবদলের সদস্য এবং চর যশোরহরদি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ফরিদপুরের আইনজীবী সমিতির সদস্য ও জিহাদ আলীর আইনজীবী কে এম সরোয়ার দৈনিক অধিকারকে জানান, এলাকায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা নূরু মোল্লা বাদী হয়ে জিহাদ আলীসহ ২৪ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলার ১৯ জন আসামি ইতোমধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। বুধবার জিহাদসহ বাকি পাঁচজন আদালতে আসেন আত্মসমর্পণের জন্য।

আরও পড়ুন : হাত-পা বেঁধে ছাত্রকে মারধর, শিক্ষকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত এর হাকিম মোহা. হেলালউদ্দিনের এজলাসে এসেই অসুস্থ হয়ে পড়েন জিহাদ। পরে তার সহযোগীরা তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সন্ধ্যায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জিহাদ আলীর মৃত্যুতে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড