• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৩ নেতার বিরুদ্ধে মামলা, গোপালগঞ্জে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

  গোপালগঞ্জ প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:২০
সংবাদ সম্মেলন
১৩ নেতার বিরুদ্ধে মামলা, গোপালগঞ্জে ছাত্রলীগের সংবাদ সম্মেলন (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৩ জন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, গত ২৭ আগস্ট ফেসবুকে ‘রাজাকার দালাল লিস্টে’ নাম থাকা কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের বাসিন্দা আব্দুল কাদের মিয়াকে ‘রাজাকার দালাল’ বলে একটি পোস্ট দেয়। ওই পোস্টে ক্ষিপ্ত হয়ে আব্দুল কাদেরের ছেলে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. শওকত আলী বাদী হয়ে ১ সেপ্টেম্বর ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন ও সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামিরসহ ১৩ ছাত্রলীগ নেতার নামে একটি মামলা দায়ের করেন। এছাড়া ১১ সেপ্টেম্বর আব্দুল কাদের মিয়ার আরেক ছেলে প্রকৌশলী আলী আজগর এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা কর্মীদের ‘কতিপয় নামধারী’ বলে ছাত্রলীগকে হেয় প্রতিপন্ন করেন। আমি ছাত্রলীগের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহারে জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন : শ্রীপুরে স্কুলছাত্রের রহস্যময় মৃত্যু

সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা ফজলুর রহমান দিপু, দুলাল শেখ, শ্রমিক নেতা রফিকুল ইসলাম পটু, ছাত্রলীগ নেতা সাজ্জাদ সুমন, শামিম দাড়িয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড