• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে আন্তঃজেলা চোর চক্রের সর্দার আটক

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪২
আটক
চন্দনাইশে আন্তঃজেলা চোর চক্রের সর্দার আটক (প্রতীকী ছবি)

চট্টগ্রামে চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর দলের এক সর্দারকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে চোরাইকৃত মুঠোফোনসহ তাকে আটক করা হয়।

পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) আটক চোর দলের সর্দার নুরুল আবছারকে (৩৩) আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটক নুরুল আবছার লোহাগাড়া থানার পদুয়া নয়াপাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে নুরুল আবছার তার ৬ সঙ্গীকে নিয়ে চন্দনাইশ পৌরসভার নয়াহাট সংলগ্ন আবু বক্করের বাড়িতে চুরি করে। এ সময় তারা আবু বক্করের চার মেয়ের রাখা ৬০ ভরি স্বর্ণ, নগদ টাকা ও দুইটি মোবাইল সেট নিয়ে যায় বলে থানায় অভিযোগ করেছেন আবু বক্কর।

পরবর্তীকালে থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্যাকিং করে চোর সর্দার আবছারের অবস্থান শনাক্ত করে। অবশেষে রবিবার ভোররাতে আনোয়ারা উপজেলা থেকে তাকে আটক করে পুলিশ।

আরও পড়ুন : সিনহা হত্যা : ওসি প্রদীপের অন্যতম সহযোগী গ্রেপ্তার

এ দিকে, সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালতে আবছার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তার ৬ সঙ্গীর নাম উল্লেখ করেছেন। এ সময় চোরাইকৃত স্বর্ণ কোথায় বিক্রি করেছে, সেই দোকানের নামসহ বিভিন্ন তথ্যও দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ।

তিনি আরও জানান, আবছার আন্তঃজেলা চোরদলের সদস্য। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় চুরির মামলাসহ একাধিক মামলা রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড