• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৌলভীবাজারে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  মৌলভীবাজার প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬
গ্রেফতার চেয়ারম্যান (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলার প্রধান আসামি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. কবির আহমেদ (৪৮) কে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিন্দুরখাঁন এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল এর অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব -৯ সুত্রে জানা যায়, সে প্রায় দীর্ঘ চার মাস আত্মগোপনে ছিল।

জানা যায়, গত ১২ এপ্রিল নবীনগর উপজেলার থানাকান্দিতে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কাউছার মোল্লা ও চেয়ারম্যান জিল্লুর রহমানের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে মোবারক মিয়া নামের এক রিকশাচালককে প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে ধরে এনে তার দেহ থেকে পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে খুন করে।

পরে হামলাকারীরা ওই বিচ্ছিন্ন 'পা' হাতে নিয়ে 'জয় বাংলা' স্লোগান দিয়ে গ্রামে আনন্দ মিছিলও করে। এ ঘটনায় শতাধিক লোককে আসামি করে নবীনগর থানায় মামলা হয়। ওই মামলায় পাশের বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির আহমেদকে 'প্রধান আসামি' করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড