• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাল শাপলার সৌন্দর্য গাইবান্ধার খাল বিলে

  রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা

১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৯
ছবি : দৈনিক অধিকার

ছয় ঋতুর দেশ সবুজ শ্যামল বাংলাদেশ। দুই মাসে একটি ঋতুর আবির্ভাব ঘটে। এখন শরৎকাল। এ বছরের শরতের সময়ে গাইবান্ধার খালে, বিলে, জলাশয়ে ভাসছে নানা জাতের ফুলের সৌন্দর্য। ভ্রমণপিপাসুরা মনের আনন্দে উপভোগ করছে ফুলের অপরুপ সৌন্দর্য।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাঘাটা উপজেলার পশ্চিম ছালুয়া গ্রামের পুকুরিয়ার বিলে গিয়ে দেখা যায় ফুলের সমাহার। জলের উপর বিছানো থালার মত সবুজ পাতা। পাতার ফাঁকে ফাঁকে লম্বা ডগার উপর ফুটে আছে লাল শাপলা। লাল শাপলার রাজ্যে রয়েছে অসংখ্য পাপড়ির বিন্নাসে গোলাপী ও লাল রংগের পদ্মা ফুল। যেন প্রকৃতি তার ভালোবাসা বিলিয়ে দিয়েছে। শিশুরাসহ তরুণ-তরুণীরা প্রতিদিনই আসছে এমন মনোমুগ্ধ নজর কারানো দৃশ্য দেখতে।

বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ জলাশয়ে ফুটে আছে হাজার হাজার লাল শাপলা আর পদ্মা ফুল। দখিনা বাতালে দোল খাচ্ছে এসব ফুল। ফুলের ঘ্রাণ নিতে ওড়াউড়ি করছে মৌমাছিসহ নানা প্রজাতির প্রাণী। প্রাণীর কিচিরমিচির আওয়াজে মুগ্ধ শিশুসহ তরুণ-তরুণীরা।

স্থানীয় বাসিন্দা আপেল বলেন, শরৎকাল আসলে জলাশয়ে আপন খেয়ালে ফুলগুলো জন্মায়। প্রকৃতিগত ভাবেই ফুটে ওঠে এই সব ফুল। বিলের মাঝে বেশি পানি থাকার কারণে অন্য ফসল হয় না। তাই এস ফুল বেশি হয়। বিলের মাঝে ফুল ফুটায় দেখা দেয় এক চমৎকার দৃশ্য।

রহিম মিয়া বলেন, সকালে ফুলের সৌন্দর্য দেখতে অনেক মানুষ এখানে আসে। নৌকা কিংবা হাটু পানিতে নেমে তুলে নেয় লাল শাপলা ফুল। আবার শিশুরা শাপলা ফুলের ডগা দিয়ে তৈরি করে গলার মালা।

ফুল হাতে এক শিশু বলে, সকালে আমরা এখানে লাল শাপলা তুলতে আসি। ফুল তুলতে অনেক মজা হয়।

ভ্রমণপিপাসু নয়ন আকন্দ বলেন, এমন অপরুপ জায়তে আসতে পেরে আমি অনেক খুশি। নৌকা নিয়ে নিজের হাতে ফুল ওঠালাম, বেশ মজা লাগছে। দৃশ্য গুলো এর আগে কখনো চোখে পড়ে নি। শুধু মাত্র ফুলের সৌন্দর্য উপভোগ করতেই প্রায় ৩০ কিলোমিটার রাস্তা বেয়ে আসা।

সাঘাটা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান দৈনিক অধিকারকে বলেন, উপজেলার ঘুড়িহদ ,মুক্তিনগর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় লাল শাপলা ও পদ্ম দেখা যায়। ঘুড়িদহ ইউনিয়নের যাদুর তারি বিলে প্রায় চার একর জমিতে ফুল রয়েছে। স্থানীয়রা এসব ফুল সংরক্ষণ করছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে প্রাকৃতিক ফুলের সৌন্দর্য উপভোগ করছে।

উদ্ভিদ বিজ্ঞানীবীদদের মতে, বেশির ভাগ খাল বিল,জলাশয়ে পানি না থাকায় দিন দিন অস্বিস্ত সংকটে পরেছে পদ্ম বা লাল শাপলার মত অনেক জলসউদ্ভিভ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড