• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৫
আসামি
ছবি: দৈনিক অধিকার

চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে যুবক হত্যা মামলার প্রধান আসামি রিফাত আলি (২৫) আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।

রিফাত আলি চুয়াডাঙ্গা সদর উপজেলার কিরণগাছি গ্রামের বদর উদ্দিনের ছেলে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রিফাত আলি চুয়াডাঙ্গা আমলী আদালতে আত্মসমর্পণ করেন।

জানা যায়, তরিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি রিফাত আলি ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। হত্যার ঘটনার ৫ দিন পর রিফাত রবিবার দুপুরে আমলী চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আমলী চুয়াডাঙ্গা আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়েছে। রিফাত আলি পুলিশের গ্রেফতার এড়াতে মাথার চুল ন্যাড়া করে ফেলেন ও দাড়ি রাখা শুরু করেন।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে দুই মুদি দোকান কর্মচারী রিফাত আলি ও তরিকুল ইসলামের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রিফাত আলি তরিকুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড