• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা-মদসহ আটক ২

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

১২ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৩
আটক
চট্টগ্রামে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা-মদসহ আটক ২ (ছবি : দৈনিক অধিকার)

গোপন সংবাদে পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৩০০ পিস ইয়াবা ও ২০ লিটার মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) আটকদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ গেইট সংলগ্ন যাত্রী ছাউনির পেছনে ও কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ বীর মুক্তিযোদ্ধা মফজল আহম্মদ সড়কের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার কানজর পাড়া (নয়াপাড়া) এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মোহাম্মদ কাইছার (২৪) ও চট্টগ্রাম জেলার পটিয়া থানার মোজাফফরাবাদ এলাকার রতন বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদে চন্দনাইশ থানার এসআই আবু আফছার ভূঁইয়া শুক্রবার বিকালে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ গেইট সংলগ্ন যাত্রী ছাউনির পেছনে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ কাইছারকে আটক করা হয়।

পৃথক অপর অভিযানে একই দিন রাতে এসআই চলামংসহ সঙ্গীয় ফোর্স উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ বীর মুক্তিযোদ্ধা মফজল আহম্মদ সড়কের তিন রাস্তার মোড় থেকে ২০ লিটার চোলাই মদসহ রাজু বিশ্বাসকে মাদক বহনকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আটক করেন।

আরও পড়ুন : নির্যাতন করে হত্যার স্বীকারোক্তি আদায়, পুলিশের বিচার দাবি গৃহবধূর

আটকের সত্যতা স্বীকার করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার দৈনিক অধিকারকে বলেন, আটক আসামিদের শনিবার (১২ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড