• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভাতিজার দায়ের কোপে চাচা নিহত, প্রধান আসামি গ্রেপ্তার

  ফরিদগঞ্জ প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৯
গ্রেপ্তার
চাচাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি মহসিন (ছবি : দৈনিক অধিকার)

জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চাচা ফজলুল হক নিহতের ঘটনায় প্রধান আসামি মহসিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহসিন ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনীয়া গ্রামের মো. জিন্নাহ এর ছেলে।

পুলিশ জানায়, ফরিদগঞ্জের পশ্চিম আলোনীয়া এলাকায় গত ৩ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজার দায়ের কোপে চাচা ফজলুল হক নিহত হন। এরই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ থানায় পরদিন ৪ এপ্রিল একটি হত্যা মামলা রুজু করা হয়। ওই মামলায় অন্যান্য আসামিরা গ্রেপ্তার হলেও মামলার ১ নম্বর আসামি মহসিন এতদিন পলাতক ছিলেন।

পরবর্তীকালে আত্মগোপনে থাকাকালীন তাকে আটকের জন্য ফরিদগঞ্জ থানা পুলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সর্বশেষ তথ্য প্রযুক্তির ব্যাবহার করে শুক্রবার ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স মালদ্বীপ পালানোর চেষ্টাকালে ইমিগ্রেশান পুলিশের সহযোগিতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহসিনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন : জুতার ভেতরে ৮ হাজার ইয়াবা পাচারকালে ধরা

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আসামিকে থানায় হাজির করা হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্ববর্তী মামলার পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও থানা সূত্রে জানা গেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড