• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনাদিয়া চ্যানেলে স্পিডবোট উল্টে একজনের মৃত্যু, ৩ জন উদ্ধার

  কক্সবাজার প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫
লাশ
লাশ (প্রতীকী ছবি)

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে স্পিডবোট উল্টে একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশখালীর সোনাদিয়া নৌ-চ্যানেলে চারজন যাত্রী নিয়ে স্পিডবোটটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদুর রহমান (৩৮)। তিনি নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র রেশন ঠিকাদার।

ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার দৈনিক অধিকারকে জানান, কক্সবাজার থেকে মহেশখালীর সোনাদিয়া যাওয়ার পথে সোনাদিয়া নৌ-চ্যানেলে চারজন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও মো. ইয়াসিন নামে একজন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : জুতার ভেতরে ৮ হাজার ইয়াবা পাচারকালে ধরা

এ ঘটনায় ময়না তদন্তের জন্য মাসুদুর রহমানের মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড