• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামাইকে বিমানবন্দরে রাখতে যাওয়াই কাল হলো শ্বশুরের

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১০ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮
লাশ
নিহত স্বপন মিয়ার লাশ (ছবি : দৈনিক অধিকার)

জামাইকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে স্বপন মিয়া (৫০) নামে সাবেক এক মেম্বার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মমিনবাড়ি-কৃষ্ণনগর এলাকার আব্দুল অদুদের ছেলে।

প্রত্যক্ষদর্শী একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীরা জানান, স্বপন মিয়া রক্তাক্ত অবস্থায় গলায় হাত দিয়ে কাচঁপুর ব্রিজের ওপর থেকে নিচের দিকে নেমে রাস্তার পাশের ঢলে পড়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, ব্রিজের ওপরে গাড়িতে তাকে ছিনতাইকারীরা আঘাত করার পর নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে সোনারগাঁও থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

আরও পড়ুন : আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

এসআই ইয়াউর রহমান দৈনিক অধিকারকে জানান, এখন পর্যন্ত মৃত্যুর কারণ সঠিকভাবে জানতে পারিনি। তবে উপস্থিত কয়েকজন পথচারীর মাধ্যমে জানতে পেরেছি, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দেওয়ার পর তার মৃত্যু হয়েছে। বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড