• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁয়ে তেল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

০৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৩
গ্রেপ্তার
সোনারগাঁয়ে তেল চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ২৫০ লিটার চোরাই ডিজেলসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

বুধবার (৯ সেপ্টেম্বর) র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে পরিচালিত ওই অভিযানে চোরাই কাজে ব্যবহৃত একটি নীল রঙের ছোট পিকআপ ভ্যান, দুইটি প্লাস্টিকের ট্যাঙ্কি ও মোটর সংযুক্ত ৪২ ফুট প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলো- মো. তুষার সাউদ (২০), মো. জাহাঙ্গীর আলম (৪২) এবং মো. শাহেদ শরিফ (৪০)।

র‌্যাব-১১ এর কার্যালয় থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকটি সংঘবদ্ধ সক্রিয় চোরচক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান থেকে জ্বালানি তেল চুরি করে আসছে। তারা দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রিকালীন চলাচলের সময় ক্লান্ত হয়ে চালকরা রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে কিংবা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে এই চোরচক্রটি গাড়ী থেকে তেল চুরি করত। এই তেল চুরি হয়ে হওয়ার কারণে ভারী যানবাহনগুলো পরবর্তীতে কিছুদূর অগ্রসর না হতেই জ্বালানি তেলের অভাবে রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায় এবং চালকরা ফিলিং স্টেশন না পেয়ে প্রায়ই বিপদের সম্মুখীন হতো।

আরও পড়ুন : শিকলে বেঁধে শিশুকে সৎ মায়ের নির্যাতন!

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও র‌্যাব থেকে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড