• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ ধরা খেল দুই চোর

  গাইবান্ধা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪
আটক
লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ ধরা খেল দুই চোর (ছবি : দৈনিক অধিকার)

পাঁচ লাখ টাকা মূল্যের চুরি হওয়া বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ গাইবান্ধায় আরিফ (৩২) ও সুমন মিয়া (২৩) নামে দুই চোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলার পলাশবাড়ী উপজেলার আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে আরিফ রংপুর জেলার পীরগাছা উপজেলার নাগদহ বামনডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং সুমন মিয়া গাইবান্ধা সদর উপজেলার কিষামত বালুয়া গ্রামের সৈয়দ আলী হোসেনের ছেলে।

ডিবির ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলী বাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চুরি হওয়া তিন ড্রাম তার (এসিএসআর ডগ বেয়ার) পরিবহনের জন্য অপেক্ষা করছে। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপিডিবি তারসহ তাদের আটক করে। উদ্ধারকৃত বৈদ্যুতিক তারের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

আরও পড়ুন : ইমামও না ফেরার দেশে, নিহত বেড়ে ২০

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড