• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ৩

  কিশোরগঞ্জ প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৫
গ্রেপ্তার
গ্রেপ্তার (প্রতীকী ছবি)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মুকসুদ মিয়া (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুকসুদ মিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাট্টা গ্রামের মৃত সেতু মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত সেলিম মিয়া (৩০), তার বাবা হামদু মিয়া (৬৫) ও আতিক মিয়া (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বাট্টা পুলিশ ফাঁড়িতে বৃহস্পতিবার একটি সালিশ বসে। ওই ঘটনায় প্রতিপক্ষ সেলিম মিয়া সালিশ অমান্য করে বাড়ির সামনে পরিকল্পিতভাবে মুকসুদ মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা মুকসুদ মিয়াকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় তার কয়েকজন সাক্ষীও গুরুতর জখম হয়।

পরে খবর পেয়ে বাট্টা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একপর্যায়ে মুকসুদ মিয়ার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন : সিসিটিভি ফুটেজই সন্ধান দিল ৭ প্রতারকের, নগদ টাকা উদ্ধার

ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী থানার ওসি এম এ জলিল দৈনিক অধিকারকে বলেন, হামলার ঘটনায় নিহত মুকসুদ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। মামলাটি এখন হত্যা মামলা হিসাবে আমলে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড