• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

  সাভার প্রতিনিধি, ঢাকা

০৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৩
নিহত
নিহত সাংবাদিক জুলহাস উদ্দিন (ছবি : দৈনিক অধিকার)

পারিবারিক কলহের জেরে ঢাকার ধামরাইয়ে জুলহাস উদ্দিন (৩৫) নামে এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী। এ ঘটনায় হত্যাকারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়।

নিহত সাংবাদিক জুলহাস উদ্দিন ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টেলিভিশনের ধামরাই উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

আটকরা হলো- নিহতের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী ও মানিকগঞ্জ জেলার বিষু ব্যাপারীর ছেলে শাহিন (৩৫) এবং রাজধানীর রাজপথ পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মোয়াজ্জেম (৩২)। তিনি মানিকগঞ্জ জেলার নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ঈশ্বরদীতে চোলাই মদসহ গ্রেপ্তার ৩

ঘটনার সত্যতা স্বীকারকে ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা দৈনিক অধিকার বলেন, হত্যাকারীদের আটকের পাশাপাশি হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড