• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিবির অভিযানে ফেনসিডিলসহ ধরা খেল ২ মাদক কারবারি

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৮
আটক
ফেনসিডিলসহ আটক মাদক কারবারিরা (ছবি : দৈনিক অধিকার)

গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গণকপাড়া ও কসবা এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মিজানুর রহমান শুভ (২৬) ও বিঠু বেপারি (৪৫) নামে দুই মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। একই সঙ্গে তাদের হেফাজতে থাকা ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক মিজানুর রহমান শুভ গণকপাড়া এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে ও বিঠু বেপারি ভিটি হোগলা গ্রামের ছালাম বেপারির ছেলে।

মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গণকপাড়া এলাকা থেকে মিজানুর রহমান শুভ ওরফে জামাই শুভকে ১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্য অনুযায়ী দেওভোগ এলাকা থেকে বিঠু বেপারিকে আটক করে ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের কাছে বিঠু বেপারি জানায়, তার মালামাল কসবা এলাকায় রয়েছে। পরবর্তীকালে কসবা এলাকায় অভিযান চালিয়ে বিঠুর অন্যতম সহযোগী রিফাত হোসেনের ঘরের মেঝের মাটির নিচ থেকে ৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলে কৃষকের

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোজাম্মেল হক মামুন দৈনিক অধিকারকে বলেন, পৃথক অভিযান পরিচালনা করে ১০৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হলে তারা বেশ কয়েকজন মাদক কারবারির নাম বলেছেন। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের বিরুদ্ধে মামলা রুজুর পর তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড