• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  মাদারীপুর প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪
জেলা প্রশাসক
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন (বামে) ও এডিসি মো. জাকির হোসেন বাচ্চু (বামে) (ছবি : দৈনিক অধিকার)

চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটটি অন্যান্য মেশিন ভাংচুর করে ক্ষতিসাধনের অভিযোগ এনে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৃথক ওই দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা দুটির বাদী শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লাবেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী।

মামলার আসামিরা হলো- মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এম এল এসএস বাবুল মিয়া।

মামলার অভিযোগে বলা হয়, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধূরী আনিছউদ্দিন ওয়াকফ এষ্টেটের মাটি ভরাট করে উন্নয়ন কাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করলে আসামিরা গত ২৮ আগস্ট বেলা ১টার দিকে ঘটনাস্থলে এসে চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই সঙ্গে আরও আটটি মেশিন ভাংচুর করে লাখ লাখ টাকার ক্ষতিসাধণ করে।

আরও পড়ুন : প্রকাশ্যে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ দিকে, মামলার ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি মামলার বিষয়ে জানেন না বলে সাংবাদিকদের জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড