• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কে ৫ যাত্রী নিহত, পলাতক বাসচালক গ্রেপ্তার

  গোলাপগঞ্জ প্রতিনিধি, সিলেট

৩১ আগস্ট ২০২০, ১৯:২৯
গ্রেপ্তার
গ্রেপ্তার বাসচালক জাহেদ আহমদ (ছবি : দৈনিক অধিকার)

যাত্রীবাহী বাসের ধাক্কায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অটোরিকশার ৫ জন যাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিমের নেতৃত্বে একদল পুলিশ সিলেটের বন্দর বাজার এলাকার একটি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বাসচালকের নাম জাহেদ আহমদ (৪৫)। সে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত আকবর আলির ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী দৈনিক অধিকারকে ঘাতক বাসচালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা বড়লেখাগামী একটি বাসের সাথে গোলাপগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়। এছাড়াও আশংকাজনক অবস্থায় আরও ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদেরও মৃত্যু হয়।

আরও পড়ুন : বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছয় মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

এতে সিএনজি অটোরিকশা চালকসহ মোট ৫জন নিহত হন। পরে এ ঘটনায় ৩০ আগস্ট গোলাপগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড