• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল কৃষকের

  অধিকার ডেস্ক

৩১ আগস্ট ২০২০, ১৭:০৪
জেলার ম্যাপ
ছবি : দৈনিক অধিকার

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনায় প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বেতাগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মোক্তার গাজীর ছেলে।

এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেতাগ্রামের হাসান গাজী (২১) ও তার মা ফুলমতি বেগমকে (৬৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে আপন চাচাতো ভাইদের সঙ্গে সিরাজুলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকাল ১০টার দিকে প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে সিরাজুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম নিহত হন।

আরও পড়ুন : মাছ ধরতে গিয়ে জীবন প্রদীপ নিভল যুবকের

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টিতে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড