• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

২২ দিনের সন্তান রেখে গৃহবধূর পলায়ন চেষ্টা

  রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

২৯ আগস্ট ২০২০, ১৮:৩১
থানা
রূপগঞ্জ থানা (ছবি : দৈনিক অধিকার)

শাশুড়ি ও ননদের অত্যাচার সইতে না পেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শারমিন আক্তার নামে এক গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পলায়নের চেষ্টা করেছেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ শারমিন আক্তার দৈনিক অধিকারকে জানান, শাশুড়ি আফরোজা বেগম ও ননদ মুক্তি আক্তার মিলে বিভিন্ন সময় তার ওপর অত্যাচার চালাত। এই অত্যাচার সইতে না পেরে ২২ দিনের সন্তান রেখে সকালে বাড়িতে থাকা নগদ ৯৬ হাজার টাকা ও স্বর্ণালংকার একটি ব্যাগে ভরে পালিয়ে নিজ বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে নোয়ারপাড়ার নৌকাঘাট এলাকায় পৌঁছালে শারমিন আক্তার ব্যাগটি জনৈক আবুল হোসেনের বাড়ির সামনে রেখে একটু সামনের দিকে যান। এর পরপরই স্থানীয় বাসিন্দা আবুল হোসেন ব্যাগটি পেয়ে নিজ বাড়িতে নিয়ে ব্যাগের মালিককে খুঁজতে থাকেন।

একপর্যায়ে ব্যাগের মালিকের খোঁজ না পেয়ে তিনি থানায় খবর দেন। পরে পুলিশ এসে ব্যাগের মালিক শারমিন আক্তারকে খুঁজে বের করলে টাকা ও স্বর্ণালংকারভর্তি ব্যাগটি ফেরত দেওয়া হয়।

আরও পড়ুন : তিন ঘণ্টার চেষ্টায় মাটিতে পুঁতে রাখা ৫ বোমা উদ্ধার

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার এসআই রিগ্যান মোল্লা দৈনিক অধিকারকে জানান, আবুল হাসান টাকা ও স্বর্ণালংকারসহ ব্যাগটি ফেরত দিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন। এ ঘটনায় গৃহবধূ শারমিন আক্তারের ওপর যাতে তার শাশুড়ি ও ননদ অত্যাচার না করতে পারে সে ব্যাপারে সতর্ক করে তাকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড