• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নদীতে পড়ে সন্তানসহ পুলিশ সদস্য নিখোঁজ

  নড়াইল প্রতিনিধি

২৮ আগস্ট ২০২০, ২৩:২৭
নিখোঁজ
ছবি : প্রতীকী

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে শিশুপুত্র সহ নিখোঁজ হয়েছেন এক পুলিশ সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৫ টার দিকে লোহাগড়ার চাচই গ্রামের আজাদ মোল্লার ছেলে পুলিশ কনস্টবল আবু মুসা মোল্লা (২৮) তার স্ত্রী ও ছয়মাস বয়সী শিশুপুত্র সহ ৬ জনে মিলে নৌকা ভ্রমণে মধুমতী নদীতে যান। সন্ধ্যা ৭ টার দিকে বাড়ি ফেরবার জন্যে রওনা হলে কালনাঘাটের কাছে এসে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে ট্রলারটি চালকের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। প্রচণ্ড স্রোত থাকায় দিশেহারা হয়ে পড়েন চালক। এক পর্যায়ে দ্রুত গিয়ে ট্রলারটি নির্মাণাধীন মধুমতী সেতুর নদীর মাঝের শিট পাইলের সাথে আঘাত লাগে। পুলিশ কনস্টবল আবু মুসা শিশু পুত্রকে নিয়ে নৌকার উপর দাঁড়িয়ে ছিলেন। সজোরে ধাক্কা লাগায় আবু মুসা শিশু পুত্রকে নিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজ আবু মুসার বেয়াই শওকত জানান, মুসা ঢাকা হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে মধুমতী নদীতে আত্মীয় স্বজন নিয়ে ভ্রমণে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী পাপ্পু জানান, নৌকায় ৪জন মহিলা, ১জন শিশু, পুলিশ কনস্টবল মুসাসহ ৬ জন ছিলেন। ৪ জন নৌকার উপরে থাকলেও মুসা তার শিশু সন্তান সহ নদীতে পড়ে যায়। লোহাগড়া থানার ফায়ার সার্ভিস দল কালনাঘাটে গিয়ে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রয়োজনীয় জিনিস নেই বলে ফিরে যায়।

লোহাগড়া থানার এসআই মাহফুজ জানান, কুষ্টিয়া থেকে ডুবুরি দল রওনা হয়েছে। দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড