• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বালিয়াকান্দি থানায় ওসি হিসেবে তারিকুজ্জামান এর যোগদান

  রাজবাড়ী প্রতিনিধি

২৮ আগস্ট ২০২০, ১৪:২৭
রাজবাড়ী
সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ তারিকুজ্জামান

হয়রানী এবং দুর্নীতিমুক্ত পুলিশী সেবা। এটা আমি নিশ্চিতকরার চেষ্টা করবো। এটা আমার প্রথম কাজ। আর এই দুইটা কাজ যদি করতে পারি তাহলে এমনিতেই মাদক, ইভটিজিং এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে তা নির্মূল হবে।

থানাকে দালালমুক্ত করা হবে। জনগণকে হয়রানীমুক্ত কাঙ্ক্ষিত সেবা প্রদান ও দুর্নীতিমুক্ত পুলিশিং করতে চাই। হয়রানীমুক্ত ও দুর্নীতিমুক্ত পুলিশী সেবা পেতে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীমহল সহ বালিয়াকান্দির সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতা চাই।

শুক্রবার সকালে এক সাক্ষাতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ তারিকুজ্জামান এ কথাগুলো বলেন।

তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। ময়মনসিংহ জেলার গফরগাঁও, গৌরীপুর, ফুলবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ থানায় সততার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। গাজীপুর জেলার শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তিনি বালিয়াকান্দি থানায় যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চান্দপুর বড়বাড়ি গ্রামের এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান। ব্যক্তি জীবনে ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি।

আরও পড়ুন : খুলনায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

উল্লেখ্য, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড