• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে জিআর মামলায় পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

২৭ আগস্ট ২০২০, ১৭:১৪
গ্রেপ্তার
চন্দনাইশে জিআর মামলায় পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেপ্তার (ছবি : দৈনিক অধিকার)

পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জিআর মামলায় পরোয়ানাভুক্ত নারীসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী চন্দনাইশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকারের নেতৃত্বে এসআই নিমাই চন্দ্র পাল, এসআই মো. নাছির উদ্দিন ভূঁইয়া, এএসআই মো. কামরুজ্জামান, এএসআই ছোটন চন্দ্র দাস ও সঙ্গীয় অফিসার এবং ফোর্সের সহায়তায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী তাসমিন আক্তার (২৫), পশ্চিম কানাইমাদারী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. জাবেদ হোসেন (২৭), দোহাজারী পৌরসভার পশ্চিম জামিজুরী এলাকার মৃত নজির আহম্মদের ছেলে মো. শাহ আলম (৪০) ও পাঠানদন্ডি এলাকার মো. কাশেম সওদাগরের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম।

আরও পড়ুন : বগুড়ায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার দৈনিক অধিকারকে বলেন, গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড