• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত সঙ্গীত প্রশিক্ষকের মৃত্যু

  বাগেরহাট প্রতিনিধি

২৬ আগস্ট ২০২০, ১৮:২০
সঙ্গীত প্রশিক্ষক
বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক শুকদেব রায় চৌধুরী (ছবি : দৈনিক অধিকার)

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাগেরহাট শহরের বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক ও মল্লিকেরবেড় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শুকদেব রায় চৌধুরীর (৫০) মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে খুলনার কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুকদেব রায় চৌধুরী বাগেরহাট জেলা শিশু একাডেমির প্রশিক্ষকের পাশাপাশি শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

বিকালে বাগেরহাটের কেন্দ্রীয় শ্মশানে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাহ করা হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ২০ জনের মৃত্যু হলো।

এ দিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

এ ব্যাপারে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির দৈনিক অধিকারকে জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্তের মধ্যে কচুয়া উপজেলায় ২ জন, বাগেরহাট সদর উপজেলায় ১ জন ও মোংলা উপজেলায় ১ জন রয়েছেন।

আরও পড়ুন : ডেকে নিয়ে পল্লী বিদ্যুতের ঠিকাদারকে কুপিয়ে হত্যা

তিনি বলেন, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ৭৫৭ জন। অন্যরা হাসপাতালের করোনা ইউনিট ও নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

নতুন করে আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করার পাশাপাশি তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড