• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বামীর হাতেই জীবন প্রদীপ নিভল স্ত্রীর

  সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

২৫ আগস্ট ২০২০, ১৮:৫৯
নিহত
নিহত আঁখি আক্তার ও তার মেয়ে (বামে) এবং ঘাতক রুবেল (ডানে) (ছবি : দৈনিক অধিকার)

পূর্ব পরিচিত এক বাড়িতে বেড়াতে গিয়ে নারায়ণগঞ্জে স্বামীর হাতে আঁখি আক্তার (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলার সোনারগাঁ উপজেলাধীন মোগরাপাড়ার বাড়ি মসলিশ এলাকার মুসলেম মিয়ার ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল এবং ক্রাইম ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর বিকালে নিহত আঁখির লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হত্যাকাণ্ডের পর থেকে নিহত আঁখি আক্তারের সাবেক স্বামী ও মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক মুগারচর এলাকার মফিজুলের ছেলে রুবেল পলাতক রয়েছে।

তবে তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আলামতের তথ্য প্রকাশ করেনি পুলিশ।

রুবেলের পূর্ব পরিচিত নিপা আক্তার দৈনিক অধিকারকে জানান, মঙ্গলবার রুবেল তার সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে আমার বাড়িতে আসে। তারা জানান, দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে, সে বিষয়ে কথা বলে মীমাংসার জন্য তারা এসেছেন। এ জন্য তাদের আমার ঘরে বসতে দিতে হবে। আমি পূর্ব পরিচিত হওয়ায় তাদের ঘরে বসতে দেই এবং ব্যক্তিগত কাজে বাড়ির ছাদে যাই।

এর কিছুক্ষণ পর ছাদ থেকে ফিরে রুমের প্রবেশ করার সময় আমি কিছু বোঝার আগেই রুবেল আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে রুমে গিয়ে দেখি, তার স্ত্রী আঁখির গলাকাটা লাশ পড়ে আছে। এ ঘটনায় আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ি। পরে মোগরাপাড়া বাজারে গিয়ে রুবেলের বাবা মফিজুলকে বিষয়টি জানাই। এরপর দু’জনই থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করি।

নিপা আরও জানান, একই এলাকার হাবিবপুরে ভাড়া থাকার সময় রুবেলদের সাথে তাদের পরিচয় হয়। সেই সূত্র ধরে সকালে সে আমার বাড়িতে আসে তার স্ত্রী সাথে কথা বলবে বলে।

পুলিশ জানায়, রুবেলের সাথে গত ৬ বছর আগে বিয়ে হয় বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখির। তাদের দাম্পত্য জীবনে হোমাইরা নামে একটি কন্যা সন্তান রয়েছে। ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিচ্ছেদ ঘটে।

একপর্যায়ে মঙ্গলবার সকালে তাকে একটি বাসায় ডেকে নিয়ে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায় রুবেল। হত্যার নমুনা দেখে মনে হচ্ছে, আঁখিকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : সিনহা হত্যা : ফের রিমান্ডে ৩ সাক্ষী

এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম দৈনিক অধিকারকে জানান, বাড়ি মজলিশ এলাকা থেকে ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. খোরশেদ আলম দৈনিক অধিকারকে জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড