• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাহাড়ের ঝোপে মিলল বৃদ্ধের লাশ

  শেরপুর প্রতিনিধি

২৪ আগস্ট ২০২০, ১৮:৫৬
লাশ
বৃদ্ধের লাশ উদ্ধারকালে পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

পাহাড়ের ঝোপ থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আমিনুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার সীমান্তঘেঁষা কোচপল্লী খলচান্দা পাহাড়ের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম উপজেলার নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ আগস্ট বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় আমিনুল ইসলাম। পরে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেলে মঙ্গলবার (১৮ আগস্ট) পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ দিকে, সোমবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয়রা গরু চড়াতে সীমান্তবর্তী পাহাড়ে গেলে পঁচা দুর্গন্ধ পায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পায়। একপর্যায়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। এরপর নিহতের ছেলে হাসানুজ্জামান রাসেল মরদেহের পরিচয় শনাক্ত করেন। তবে উদ্ধারকালে মরদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া যায়।

আরও পড়ুন : নকল পণ্য তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল দৈনিক অধিকারকে বলেন, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড