• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নকল পণ্য তৈরির কারখানায় র‌্যাবের অভিযান

  মির্জাপুর প্রতিনিধি, টাঙ্গাইল

২৪ আগস্ট ২০২০, ১৮:০৮
অভিযান
মির্জাপুরে নকল পণ্য তৈরির কারখানায় র‌্যাব-১২ ও উপজেলা প্রশাসনের অভিযান (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নকল পণ্য তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বংশাই সেলুঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করাখানা মালিক হলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. তোফাজ্জল হোসেন (৬৫)।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফিনাইল, টাইলস্ ক্লিনার, ডিটারজেন্ট পাউডারসহ ১০ থেকে ১২ প্রকারের দেশি-বিদেশি নকল পণ্য উৎপাদন করে তা বাজারজাত করত তোফাজ্জল হোসেন। সোমবার গোপন সংবাদে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও র‌্যাব-১২। অভিযানকালে নকল পণ্য ও সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানটির মালিককে।

আরও পড়ুন : বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল মালেক দৈনিক অধিকারকে বলেন, কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইউএনও মো. আবদুল মালেক।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড