• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বসতবাড়ি থেকে মেছো বাঘ উদ্ধার

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

২৩ আগস্ট ২০২০, ১৯:০০
মেছো বাঘ
উদ্ধার হওয়া মেছো বাঘ (ছবি : দৈনিক অধিকার)

বসতবাড়ি থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় একটি মেছো বাঘ উদ্ধার করেছে এলাকাবাসী।

রবিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বেজগাঁও গ্রাম থেকে ওই বাঘটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই এলাকার রনি হাওলাদারের বাড়ির লাকড়ি রাখার ঘর থেকে স্থানীয় উজ্জল শেখ দলবল নিয়ে মেছো বাঘটিকে আটক করতে সক্ষম হয়। তবে আটক প্রাণিটিকে প্রথমে বাগডাসা ও চিতাবাঘ মনে করা হলেও এটি মেছো বাঘ বলে শনাক্ত করেছে উপজেলা বন বিভাগ।

স্থানীয় বাসিন্দা রনি হাওলাদার দৈনিক অধিকারকে জানান, বাঘটি শনিবার (২২ আগস্ট) দিনের বেলায় প্রতিবেশীরা দেখতে পেলেও খুঁজে পাওয়া যায়নি। পরে ওই দিন রাতে তার স্ত্রী লাকড়ি রাখার ঘরে বাঘটি দেখতে পান। এরপর লাকড়ির ঘরে তালা বদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে রবিবার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে পুরো গ্রাম ঘোরালেন স্থানীয়রা!

এ দিকে, উদ্ধার হওয়া মেছো বাঘ দেখতে বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে যায় ওই এলাকায়। পরে খবর পেয়ে উপজেলা বন বিভাগ বাঘটিকে তাদের জিম্মায় নেয়। ‘দেশে মেছো বাঘ এখন বিলুপ্তির পথে’- এই কারণ দেখিয়ে উপজেলার বেজগাঁও কবরস্থানের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড