• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওজনে কম দেওয়ায় বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  বগুড়া প্রতিনিধি

২৩ আগস্ট ২০২০, ১৮:৩৮
ভ্রাম্যমাণ আদালত
ওজনে কম দেওয়ায় বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা (প্রতীকী ছবি)

ওজনে কম দেওয়ার বগুড়ায় একটি পেট্রল পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৩ আগস্ট) জেলা সদরে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব অভিযানে মোট ১১টি মামলা দায়েরসহ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া শহরের দত্তবাড়ীস্থ ‘শতাব্দি পেট্রল পাম্পে’ রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেখানে প্রতি ১০ লিটার অকটেনে ২ লিটার ও প্রতি ১০ লিটার পেট্রলে ১ লিটার কম দেওয়ার প্রমাণ পান। পরে এই অভিযোগে ওই পেট্রল পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদন করায় মাটিডালি এলাকার ‘কোয়ালিটি আইসক্রিম’ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম। একই অপরাধে সিরাজুম মুনিরা চানাচুর ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান।

আরও পড়ুন : মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে পুরো গ্রাম ঘোরালেন স্থানীয়রা!

এ দিকে, মোটরযানের ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন সনদবিহীন অবস্থায় যানবাহন চালানোর অপরাধে ৪টি মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা ও পাপিয়া সুলতানা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড