• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পথশিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

  পঞ্চগড় প্রতিনিধি

১৯ আগস্ট ২০২০, ২৩:১৪
গ্রেপ্তার
গ্রেপ্তার দুলাল হোসেন (ছবি : দৈনিক অধিকার)

পঞ্চগড়ে এক পথশিশুকে বলাৎকারের ঘটনায় দুলাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকার আনোয়ার হোসেনের লেদার ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।

আটক দুলাল হোসেনকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সে ঠাকুরগাঁও জেলা শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

শিশুটি বর্তমানে পঞ্চগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, দুলাল হোসেন জেলা শহরের এসবি পাম্প সংলগ্ন আনোয়ার হোসেনের লেদার ওয়ার্কসপে কাজ করে। গত ১৬ আগস্ট রাতে ওই শিশুটির সঙ্গে দুলালের পরিচয় হয়। থাকার জায়গা না থাকায় দুলাল তাকে তার ওয়ার্কসপে নিয়ে যায়। পরদিন গত ১৭ আগস্ট রাতে দুলাল তাকে জোরপূর্বক বলাৎকাার করে। এ ঘটনার পরদিন ওই শিশুর দুঃসম্পর্কের মামা ও অটোভ্যান চালক মতিন লেদার ওয়ার্কশপের মালিক আনোয়ার হোসেনসহ স্থানীয় অনেককে বিষয়টি খুলে বলেন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুলাল ওই শিশুটিকে মারপিট করে। পরে শিশুটি সেখান থেকে পালিয়ে পঞ্চগড় থানায় এসে ঘটনাটি খুলে বলে। পরে বলাৎকারের অভিযোগে পঞ্চগড় থানার এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে দুলাল হোসেনে বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার পর বুধবার আসামি দুলালকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন : ধারালো দা দিয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ৩

ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহমেদ দৈনিক অধিকারকে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পাশাপাশি আসামি দুলালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড