• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোকসায় করোনায় আক্রান্ত হয়ে সার্ভেয়ারের মৃত্যু

  ওবাইদুর রহমান আকাশ, খোকসা, কুষ্টিয়া

১৮ আগস্ট ২০২০, ১৭:০৬
নিহত
নিহত আমিরুল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার মাঠপাড়া গ্রামে আমিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা ২ জনে দাঁড়াল।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঢাকার নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

নিহত আমিরুল ইসলাম দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করাতে দেয়। এর পরদিন রবিবার (১৬ আগস্ট) রাতে তার করোনা পজিটিভ আসে। একপর্যায়ে সোমবার (১৭ আগস্ট) সকালে প্রশাসন তার বাড়ি লকডাউন করে এবং মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট অনুভূত হলে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করা হয়।

পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান সোহেল উন্নত চিকিৎসার জন্য আমিরুল ইসলামকে ঢাকায় রেফার্ড করেন। একপর্যায়ে ঢাকার নেওয়ার পথেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল দৈনিক অধিকারকে বলেন, খোকসাবাসীর কাছে সার্ভেয়ার হিসাবে (জমি মাপার কাজে) বেশি পরিচিত ছিলেন তিনি।

আরও পড়ুন : প্লাস্টিক ব্যবহারের অপরাধে কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উল্লেখ, এখন পর্যন্ত খোকসায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে আছেন ৫৫ জন। পাশাপাশি এরই মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫২ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড