• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবরস্থান ও ইদগাহের জমির বিরোধে প্রাণ গেল ভ্যানচালকের

  মাগুরা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২০, ০৫:২৫
পুলিশ
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপকালে পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

কবরস্থান ও ইদগাহের জমির বিরোধে মাগুরার মহাম্মদপুর উপজেলায় মাসুদ শেখ (৩৬) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের সমর্থকেরা।

নিহত ভ্যানচালক মাসুদ শেখ উপজেলার বিনোদপুর ইউনিয়নের পিয়াদাপাড়ার ইসমাইল শেখের ছেলে।

সোমবার (১৭ আগস্ট) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৭ আগস্ট) রাতে ভ্যানচালক মাসুদ শেখ প্রতিদিনের ন্যায় ভাড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৩ নম্বর ওয়ার্ডের কালাম মেম্বর এর সমর্থিত লোকজন তাকে ধাওয়া দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকি শুভ্র দৈনিক অধিকারকে জানান, দীর্ঘদিন ধরে পিয়াদাপাড়ার নুরু মিয়া ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার কালামের কবরস্থান ও ইদগাহের জমি-জমা নির্ধারণের জন্য বিরোধ চলে আসছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এরই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন : খুলনায় দুর্নীতির মামলায় পাট কর্মকর্তা কারাগারে

তিনি বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পাশাপাশি পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড