• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৌলতখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসীকে জরিমানা

  ভোলা প্রতিনিধি

১৭ আগস্ট ২০২০, ২২:৫০
অভিযান
ভোক্তা অধিদপ্তরের অভিযানে সহকারী পরিচালক মাহমুদুল হাসানসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে রাখার দায়ে ভোলার দৌলতখানে চার ফার্মেসি ব্যবসায়ীকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ভোলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান পৌর শহরের উত্তর মাথা এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় ওই চার ফার্মেসি মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান দৈনিক অধিকারকে জানান, অভিযানকালে দৌলতখান পৌর শহরের উত্তর মাথায় রহমান এজেন্সিকে ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোর্ত্তীণ বিহীন ওষুধ রাখার দায়ে ২ হাজার, আফিফ মেডিকেল হলকে ৩ হাজার, দৌলতখান মেডিকেল হলকে এক হাজার এবং আল আমীন ড্রাগ হাউজকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : তিন কিশোর হত্যা : রিমান্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ দিল আসামিরা

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে অভিযানকালে দৌলতখান থানার এএসআই ইমরান উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড