• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিখোঁজের পর মিলল রিকশা চালকের কঙ্কাল

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

১৬ আগস্ট ২০২০, ২২:৫৬
নিহত
নিহত রিকশাচালক শফিকুল মণ্ডল (ছবি : দৈনিক অধিকার)

নিখোঁজের প্রায় ২২ দিন পর পাবনার ঈশ্বরদী উপজেলায় শফিকুল মণ্ডল (৪৫) নামের এক রিকশা চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার অরোণকোলা এলাকায় সুগারক্রপ গবেষণা কেন্দ্রের আখের মাঠ থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া গ্রামের নাজিম মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সুগারক্রপ গবেষণা কেন্দ্রের আখের মাঠে একটি কঙ্কালের অংশবিশেষ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের অংশবিশেষ ও তার গায়ের পোশাক থানায় নিয়ে যায়।

নিহতের স্বজনরা জানান, থানায় রাখা পোশাক দেখেই শফিকুরের পরিচয় নিশ্চিত হন তারা।

নিহতের বাবা নাজিম মণ্ডল জানান, পুরাতন ব্যাটারি বিক্রি নিয়ে একই এলাকার বাবলু ওরফে মগা বাবলুর ছেলে সাব্বিরের সাথে তার ছেলে শফিকুলের ঝামেলা চলছিল। ব্যাটারির বদলে সাব্বির তার ছেলের কাছে ইট দিয়ে ৪ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে সাব্বির আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছিল। ঘটনার এক সপ্তাহ পর থেকেই শফিকুল নিখোঁজ ছিল। তার ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই শফিকুল মণ্ডলকে হত্যার পর গুম করা হয়েছিল।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির দৈনিক অধিকারকে জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং জড়িতরা পুলিশের নজরে রয়েছে। অতি অল্প সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার হবে বলেন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন : ‘সেভেন আপ’ পানে ভাই-বোনের মৃত্যু

উল্লেখ্য, গত ২৭ জুলাই শফিকুল নিখোঁজ হয়েছেন বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বাবা নাজিম মণ্ডল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড