• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাটির নিচে পুঁতে রাখা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৫ আগস্ট ২০২০, ২৩:০১
থানা
আড়াইহাজার থানা (ছবি : সংগৃহীত)

নির্মাণাধীন টিনের ঘরের মাটির নিচ থেকে নারায়ণগঞ্জে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকালে জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী গ্রামের ডালিমের নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাত ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহত ওই যুবতীর নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশনন্দী গ্রামের ডালিম মিয়া তার জমিতে ইদের আগে বাড়ি নির্মাণ করা শুরু করেন। ইদের ছুটির কারণে তিনি তার বাড়ির কাজ কিছুদিন বন্ধ রাখেন। ইদের পর শনিবার (১৫ আগস্ট) শ্রমিকরা পুনরায় বাড়ির কাজ শুরু করে। একপর্যায়ে দুপুর থেকে ওই রুমের মধ্য দুর্গন্ধ পায় শ্রমিকরা। পরে শ্রমিক ও এলাকাবাসী আড়াইহাজার থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন : সিনহা হত্যা : রোমহর্ষক বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

ঘটনাস্থল পরিদর্শনকালে আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শওকত দৈনিক অধিকারকে জানান, খবর পাওয়ার পর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো হত্যাকাণ্ডের কারণ যাওয়া যায়নি। এছাড়া ওই যুবতীর লাশ কেউ এখনো শনাক্ত করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটিকে গত কয়েকদিন আগে নির্মাধীন ওই বাড়ির ভেতর অজ্ঞাত ব্যক্তিরা পুঁতে রেখেছিল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড