• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হঠাৎ পুকুরে ভেসে উঠল দুই ভাই-বোনের মৃতদেহ

  জামালপুর প্রতিনিধি

১৩ আগস্ট ২০২০, ২০:১৯
পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু (প্রতীকী ছবি)

পুকুরের পানিতে ডুবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইয়াসমীন (৯) ও সোয়াদ মিয়া (৫) নামে সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসমীন ও সোয়াদ মিয়া একই গ্রামের মো. ইছা আলীর সন্তান।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার দৈনিক অধিকারকে জানান, নামাপাড়া গ্রামের শিশুকন্যা ইয়াসমীন ও তার ছোট ভাই সোয়াদ মিয়া দুপুরে আবদুস ছামাদ খান হাফিজিয়া মাদরাসা সংলগ্ন স্থানে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়।

পরে দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। এরপর হঠাৎ দুপুরের দিকে পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভেসে উঠে।

আরও পড়ুন : গোপালগঞ্জে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১০

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুই শিশুর লাশ দাফনের জন্য শোকাহত পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার। এছাড়া বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ওই পরিবারকে আর্থিক সহযোগিতা বাবদ ৮ হাজার টাকা প্রদান করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড