• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ফের গ্রেপ্তার

  গাজীপুর প্রতিনিধি

১৩ আগস্ট ২০২০, ১৮:২৮
গণজাগরণ মঞ্চ
গণজাগরণ মঞ্চের আহব্বায়ক আনোয়ার হোসেন (ছবি : দৈনিক অধিকার)

ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের শ্রীপুর থেকে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আনোয়ার হোসেনকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি (ছাপিলাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন একই গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক দৈনিক অধিকারকে জানান, শ্রীপুর পৌরসভার কর্মচারী সবুজ মিয়ার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কিছুদিন ধরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানোর কারণে সবুজ মিয়া বাদী হয়ে আনোয়ার ও তানভীর ইউ আহম্মেদের নামে ওই মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন : এ যেন আরেক সাহেদ! কোটি টাকার খেলা ‘ডিজে শাকিলের’

উল্লেখ্য, গত কয়েক মাস আগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে একই আইনে অপর একটি মামলা হয়। ওই মামলায় আনোয়ার হোসেন গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্ত হন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড