• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় তক্ষকসহ দুই পাচারকারী গ্রেপ্তার

  সারাদেশ ডেস্ক

১৩ আগস্ট ২০২০, ১২:৩৫
খুলনা
তক্ষক

খুলনার বটিয়াঘাটায় তক্ষক পাচারকারী দলের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হল- মো. আরিফুল ইসলাম ওরফে সাগর (৪২) ও মো. মিলন শেখ (৩৪)।

বুধবার উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি তক্ষক, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের একটি আভিধানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা গ্রামে একটি চায়ের দোকানের সামনে কতিপয় ব্যক্তি তক্ষক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। র‌্যাবের দলটি সেখানে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও মিলন শেখকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে গোপনে বন্যপ্রাণী তক্ষক ক্রয় করে তাদের নিজ এলাকাসহ অন্যান্য এলাকায় তা বিক্রয় করে আসছে। তারা এলাকায় তক্ষক পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন : চার বছরের শিশুকে ধর্ষণ করল চকলেটের লোভ দেখিয়ে

এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় বন্যপ্রাণী আইনে মামলা দায়ের হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড