• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

১২ আগস্ট ২০২০, ২২:৪৯
অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঈশ্বরদীতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ (ছবি : দৈনিক অধিকার)

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১২ আগস্ট) সকালে ঈশ্বরদী রেলওয়ে জংশন ও রেলকলোনী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, উচ্ছেদ অভিযানের সময় অধিকাংশ ব্যক্তিরা তাদের মালামাল তড়িঘড়ি করে সরিয়ে ফেলছেন। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে সংশ্লিষ্ট স্থানের ১১০টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া কাচারি পাড়ার শ্রী শ্রী হরে কৃষ্ণ সংঘ মন্দিরের গুদাম ঘরের মালামাল জব্দ করে নিলামে বিক্রি করা হয়। একই সময় উচ্ছেদ অভিযানে বাধাদান করায় দুপুরে তোফাইল হোসেন, সুমন ও মাসুম দখলদারকে আটক করা হয়।

অভিযানের ব্যাপারে পশ্চিম রেলের নির্বাহী হাকিম ও পাকশী রেল বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ‘অবৈধ দখলদারদের কয়েকবার নোটিশ ও ওই এলাকায় মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। তারপরও তারা স্থাপনা না সরালে আজ ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।’

আরও পড়ুন : যন্ত্রণায় স্ত্রী করেছেন আত্মহত্যা, ভিটেবাড়ি হারিয়ে পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষক

এ দিকে, দখলকারীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তাদের কাছ থেকে টাকা নিয়ে রেলের জায়গায় তাদের বসতে দিয়েছিলেন। উচ্ছেদের আগে রেলওয়ের পক্ষ থেকে তাদের কোনো নোটিশও দেওয়া হয়নি।

উচ্ছেদ অভিযানকালে স্থানীয় পুলিশ প্রশাসন ও রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড