• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন প্রসূতি!

  কুমিল্লা প্রতিনিধি

১২ আগস্ট ২০২০, ২০:১৬
একসঙ্গে ৫ শিশুর জন্ম
একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন প্রসূতি! (ছবি : দৈনিক অধিকার)

গর্ভধারণের সাত মাসের মাথায় কুমিল্লার লাকসাম উপজেলায় শারমিন আক্তার (২৫) নামে এক প্রসূতি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে।

নির্দিষ্ট সময়ের আগে প্রসব হওয়ায় শিশুগুলোর ওজন কম রয়েছে। এ কারণে মা সুস্থ থাকলেও তারা ঝুঁকিতে রয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে লাকসামের বেসরকারি একটি হাসপাতালে ওই পাঁচটি সন্তানের জন্ম দেন প্রসূতি শারমিন।

শারমিন সদর উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের খন্দকার বাড়ির হাফেজ মিজানুর রহমানের স্ত্রী। এই দম্পতির বিয়ের এক বছর পর একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের ম্যানেজার এমদাদুল হক দৈনিক অধিকারকে বলেন, সকালে ৯টা ৩ মিনিটের দিকে জরুরি অবস্থায় শারমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর ২৫ মিনিট পরই তিনি পাঁচ সন্তানের জন্ম দেন। মাসহ সবাই বেঁচে আছে। তবে বাচ্চাগুলোর ওজন কম থাকায় ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন : হাত স্যানিটাইজ করে ঘুষ নিলেন ওসি!

এ ব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও গাইনি বিশেষজ্ঞ লতিফা আহামেদ লতা দৈনিক অধিকারকে বলেন, ‘বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিশু বিভাগে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড