• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার থাবায় চুয়াডাঙ্গায় নারীর মৃত্যু, নতুন শনাক্ত ২২

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

১২ আগস্ট ২০২০, ১৬:১৯
হাসপাতাল
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে চুয়াডাঙ্গায় ফারজানা তাসলিমা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ফারজানা তাসলিমা আলমডাঙ্গা উপজেলার থানাপাড়া এলাকার আব্দুল গণির স্ত্রী।

এ দিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে এক ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৯০ জন। একই সঙ্গে জেলায় এ পর্যন্ত এই মরণব্যাধি থেকে সুস্থ হয়েছেন ৪৪৪ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামিম কবির দৈনিক অধিকারকে জানান, সোমবার (১০ আগস্ট) সকালে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন ফারজানা তাসলিমা। তিনি প্রেশার ও কিডনি জটিলতায়ও ভুগছিলেন। করোনার উপসর্গ থাকায় সে সময় তাকে সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১

একপর্যায়ে নমুনা পরীক্ষায় ওই নারীর করোনা শনাক্ত হয়। সবশেষ বুধবার দুপুরে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলেও উল্লেখ করেন আরএমও ডা. শামিম কবির।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড